আতা গাছে তোতা পাখি
ডালিম গাছে মৌ
কিনে দেব লাল শাড়ি
হবে নাকি বউ !


যদি বউ সাজো গো
আরও সুন্দর লাগবে গো .......


আতা গাছে তোতা পাখি
পাখি গেলো উড়ে
বউ না পেয়ে কাটাই সময়
দেবদাস হয়ে ঘুরে !


ইসসসসসসসসসসস
দোলারে দোলারে দোলা দোলা......


ডালিম গাছও গেলো মরে
বউ এখন অন্য ঘরে
বন্য হয়ে হন্য হই
এ কবিতাটা পড়ে ।


কবিতা পড়ার প্রহর এসেছে
রাতেরই অন্ধকারে........


আতা গাছে তোতা পাখি
ডালিম গাছে মৌ
জীবনখানা তুমি গড়ো
দায়ী নয়তো কেউ ।