হে সৌন্দ‍‍র্যের দেবী,
শৌর্য বীর্যের প্রতীকী
পৃথিবীতে শত প্রলয় হোক
তবুও তোমার প্রেম নিবেদন
থাকে যেন অব্যহত
শাশ্বত, চিরন্তন ।
হে সৌন্দ‍‍র্যের দেবী,
সূর্যের রশ্মি শেষ হবে একদিন
সাগরের জল তাও ফুরিয়ে যাবে
কিন্তু তুমি চিরসবুজ চিরযুবা
তোমার প্রতি আমার এ ভালোবাসা
থাকুক তব আজীবন ।
হে সৌন্দ‍‍র্যের দেবী,
প্রেমাপ্লুত মহীয়সী নারী-
ফুলেরা যদি বন্ধ করে ফোটা
পাখিরা যদি নাহি গান গায়
বৃষ্টির ছন্দ যদি নাহি বাজে ধরায়
অথবা আকাশ যদি নাহি সাজে তারায়
তবুও তুমি গেয়ে উঠো গান
সাজিয়ো নিজেকে তোমায়
আমার কাছে তাহাই স্বর্গ,
আরাধ্য, তাহাই স্বপন ।