ফিরে নীড়ে তোতা দেখে ছানা দুটি তার নাই
হেথায় সেথায় কোথায় খুজে তাদের বলো পাই ।
অনিয়ম হলেই কোথাও-বলতো কথা ছানা দুটি  বড্ড বেশি
হয়তো খ্যাপা ছানাদের উপর তাই দেশি অথবা বিদেশি !
ত্বরা করে গেল চলে মা বনের রাজার কাছে
বাঘ মামাজি, কোথায় আমার যক্ষের ধন বলো আছে ?
বললো- জানিনা তো বোন, পন্ডিত মশাইকে আনো ডাকি
শেয়াল পান্ডিত বললো এসে- দুবৃর্ত্তরা আমায়ও দিয়েছি ফাঁকি !
ভীষণ চিন্তায় মা ভাবে - বেশি কথা বলাই হলো কাল
বাক স্বাধীনতার নাই যে বালাই - এ কোন আধুনিক হাল ?
মানুষের চেয়ে দো পেয়ো দৈত্য আজ বেশি,কেঁদে তোতা কয়
মানুষ আবার মনুষ হবে কবে - আজও সে সকরুন সুর বয় ।