এলে তবে কবিতা শুনতে
অধম কবির জলসা ঘরে
একলা কেন ? বন্ধু তুমি -
আনোনি কাউকে সঙ্গী করে ?
আজকের কবিতা গরম বটে
জালিম বিরোধী, মজলুম ভক্ত
শরম-নরম মন নিয়ে হবেনা
কবিতা ভক্তের দিল চাই শক্ত !
একলা চলা যাবেনা দুর্বল
আছে আরও কিছু শর্তযুক্ত
মজদুর সব একতা চাই
চিত্ত চাই কর্পোরেট মুক্ত !


‘ও, রাতে খেয়েছো মাছে-ভাতে
নাকি ফাস্টফুডে ভরেছ পেটের-প্যানেল ?
আজ বাংলায় টিভি দেখেছ তো
নাকি হিন্দি, উর্দু, ইংলিশ প্রীতির চ্যানেল ?
আসার সময় তাকিয়েছ ফুটপাতে
নাকি দেখেছ শুধু ঝলমলে শহর ?
চলাফেরা করো কি সাধারণের মত
নাকি চল নিয়ে গাড়ীর বহর ?
ভালোবাসো সব মানুষকেই
নাকি শুধুই থাকো আত্মকেন্দ্রিক ?
সত্য কথা সব সময় বলোতো
নাকি মিথ্যে বলায় বেশ শৈল্পিক ?
চলনে বলনে দৃঢ় সুনীতি পালনে
নাকি সখ্যতা দুর্নীতির সাথে ?
আত্ম-সমালোচনার যো আছেতো
নাকি পরনিন্দায় ব্যস্ত দিন-রাতে ?’


হে বন্ধু, আজ তবে এতটুকুই-
রইল মোর কবিতায় জিজ্ঞাসা,
শর্ত মেনে জলসা ঘরে এসো ফের
যাদি হতে পারো বাঙালি খাসা ।