শরতের এই বারের পূর্ণিমাটা বেশ যৌবনা ছিলো
তোমার মত !
একটু একটু করে কৈশর বেড়ে বেড়ে
আজ যে পদচিহ্ন তোমার সে বড় চঞ্চলা হয়তো !
পরিপূর্ণ চাঁদটার মত সফেদ পাহাড় আড়ালে ঢাকা
কোন ধনকুবের নিরস দামী রেশমী কাপড়ে -
তাই আমার দৃষ্টিতে অমাবস্যা -
নিসঙ্গ প্রহর -
আমি ক্ষয়িষ্ণু -
বিরহে তোমার !
অমন চাঁদ, অমন পূর্ণিমার কি দরকার ছিল ?
যদি এমন রাত ব্যার্থ হয় প্রেমের কবিতার অভাবে !