রূপের মাঝে কি খোঁজ তুমি
এ যে বৃথা অন্বেষণ
মনের মাঝে গুন খোঁজ মন
তবেই পাবে গুপ্তধন ।
রূপের বাহার দেহের আহার
এক সময় হয় অবসান
গুনের কদর সে পরশ পাথর
চিরকাল রয় বহমান ।
রূপের মাঝে কি খোঁজ তুমি
এ যে বৃথা অন্বেষণ
মনের মাঝে গুন খোঁজ মন
তবেই পাবে গুপ্তধন ।
রূপের নেশায় পাগল হলে
বিপদ করবে আলিঙ্গন
গুনীজনকে বাসলে ভালো
পাবে সঠিক পথের নিদর্শণ ।
রূপের মাঝে কি খোঁজ তুমি
এ যে বৃথা অন্বেষণ
মনের মাঝে গুন খোঁজ মন
তবেই পাবে গুপ্তধন ।