নদীতে প্রবল ঢেউ, ভাঙার গান-
বিলীন করে দেবার বিরহী স্রোতের টান!
তোমার ভালোবাসায় বাঁধা ছিলো যে বাসভূমি
ধবংস ধবংস খেলায়–
মেতে উঠেছো সেথায়
আজ উন্মত্ত নির্মম প্রবাহিনী তুমি!
কী আশ্চর্য সময়!
কী আশ্চর্য তুমি!
এক সময় তুমি কতো কষ্ট করে শুরু করলে চাষাবাদ
সবুজের সমারোহ, জীবনের অস্তিত্ব সৃষ্টির প্রায়াসে-
ভালবাসলে। প্রেম করলে।
আর আজ মেতেছো ধ্বংসের উল্লাসে!
হে মানব, কেন এমন তুমি?
ভালো কি বাসোনা মানুষকে আর?
ভালো কি বাসোনা এ পৃথিবীকে আর?
তবে এতো অস্ত্রশস্ত্র অথবা যুদ্ধের কী দরকার!