আমার কাছে বিজয় মানে কি?
ধরে রাখা একাত্তরে যা অর্জন করেছি।
একটি ছিলো গণতন্ত্র- হটিয়ে স্বৈরাচার
মাঝে মধ্যে পথ হারালে সে, বিজয় থাকে কি আর!
আরো ছিলো জাতীয়তাবাদ- সব বাঙালির ঐক্য
ভুলে গিয়ে হিংসা-বিদ্বেষ, ভুলে ভেদাভেদ
সবার উপরে মানুষ সত্য- এ শিক্ষা না নিলে
আগামীর পথে পরে যাবে যে ভীষণ ছেদ।
বিজয় মানে 'শোষনহীন সমাজ' প্রতিষ্ঠা
সমতার সংগ্রাম সর্বত্র এ সোনার বাংলায়
ব্যর্থ হলে সেথায় আমরা–
কি ভাবে এড়াবো লাখো শহীদের রক্তের দায়?
ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতের অঙ্গীকার
ছিলো একাত্তরে বিজয়ের চাবিকাঠী
স্বাধীনতার এতোদিন পরেও কেন
নড়ে হেথায় ভ্রান্ত পথিকের ধর্মের নামে কলকাঠী?
এসো তরুন, এসো সবুজ- বীর বাঙালির সব বংশধর
বিজয়ের মানে বুঝেই করি স্বদেশ গড়ার নব অঙ্গীকার।
গণতন্ত্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র আর ধর্মনিরপেক্ষতার আলোকে
গড়বো বাংলাদেশ, দাড়াবো মাথা উচু করে আমরা এ বিশ্বালোকে।