ভালোবাসা পরিমাপের ফ্যাদোমিটার যদি থাকতো
তবে যেতো বোঝা- কে ভালোবাসে কারে কতো?
কার জন্য বন্ধু তুমি নিবে আত্মহননের পথ বেছে
তার জন্য! দু:সময়ে যে তোমায় ছুড়ে ফেলে গেছে!


সাবধান, এ শয়তানের প্ররোচনা-
তোমার জীবনের মূল্য- তুমি বোঝনা?


যারা বলে-
'তথাকথিত' ভালোবাসা যত বড় জীবন তত বড় নয়
ভুল, সবই ভুল!
এ ভয়ঙ্কর তথ্য যেন তোমার মুল্যবান জীবন না করে ক্ষয়।


জানোতো-
সুসময়ে যে কাছে রয় দু:সময়ে যায় চলে
সে বন্ধু না!
স্বার্থপর ভীষণ, সুযোগ সন্ধানী- ভালোবাসার ছলে।


ভগ্ন হৃদয়ের বন্ধু আমার এসো সুস্থ চিন্তায় ফিরে
প্রেমে ব্যর্থ হয়ে আত্মহনন নয়। বেঁচে থাকবে ধৈর্য ধরে।
জীবন সেতো থেমে যাবার নয় - যে করে ছলনা তার তরে।
কখনো কোন অপমৃত্যুর চিরকুট চাইনা তোমার ঘরে।।