বঙ্গদেশের ইতিহাস রঙ্গ
চলছে হরদম
যে যার মত
করছে বাহাস
কে প্রথম ? কে প্রথম ?
আজ এক শুনিতো
কাল আরেক
পরশু আরও নব নব
চলছে মস্ত
আণুবীক্ষণিক বিশ্লেষণ
কে বৈধ ? কে অবৈধ ?
দেশে কি বিদেশে
আছে তার পক্ষ বিপক্ষ
দিচ্ছে যুক্তি তারা
নাই বালাই সত্য কি অসত্য !
বাংলা অভিধান বহির্ভুত
শব্দ চলছে চয়ন
ইতিহাসে তা হচ্ছে
নব সংযোজন ।
ভারি বড় মুসিবত
কি করে করি নসিহত
কেননা আমার অবস্হা
" ইতিহাসে পাতিহাস
ভুগোলেতে গোল
অংকেতে মাথা নাই
হয়েছি পাগল । "
দূর ছাই
এ নিয়ে কি কবিতা হয় !
রাজনীতির কবিতার জন্য
চাই ভালোবাসা
দেশের প্রতি ভালোবাসা
দেশের মানুষের প্রতি ভালোবাসা ।