টিক টিক ঠিক ঠাক ঘড়িটি বেশ চলছে
সময় প্রদর্শণের সাথে আরও কিছু বলছে
অনুধাবনে সে কথা সঠিকভাবে বোঝ-
নিয়ত হবে চলতে জীবন পথে-নইলে অকেজো !
থাকতে হবে নির্দিষ্ট কেন্দ্র বিন্দু, নির্দিষ্ট ব্যাসার্ধে সচল
জেনো, নইলে জীবনখানা নষ্ট ঘড়ির মত হবে যে অচল ।
কতটুকু তোমার সীমা ? কি সেই কেন্দ্র ?
জানতে বন্ধু- পড়ো, সেরা ঐশী গ্রন্থ ।
মানব জীবন চক্র বুঝতে- ঘড়ি একটি উপকরণ
বলে যায় সে তোমায় - করো,সঠিক পথ অনুসরন ।
সঠিক কর্ম পালনে - সঠিক সময়
রাখবে সচল তোমায়- এনে দেবে সফলতা, দোজাহানে সুসময় ।