এ পৃথিবীর বুকে-
বুক ভরে শ্বাস নিতে চাই।
সেই বাতাসে পর্যাপ্ত অক্সিজেন আমার অধিকার!
আচ্ছা, শিল্পায়ন তোমার অধিকার। মানি , তবে–
কার্বন নি:সারণ, পরিবেশের ক্ষতি-
তাও কি তোমার অধিকার!
কোন যুক্তিতে?
সব শিল্পোন্নত দেশ, গবেষণা বাড়াও-
পৃথিবী থেকে দ্রুত কমে যাচ্ছে অক্সিজেন!
কিন্তু, দুষণমুক্ত বাতাসে আমার পর্যাপ্ত অক্সিজেন চাই, চাই, চাই।
ক্ষতিপুরণ-চাইনা! অনুদান- চাইনা! ঋণ- প্রশ্নই আসেনা!
চিন্তা করো মোদাচ্ছের,
আমার অধিকার করে খর্ব-
কিভাবে করবে তুমি, তোমার উন্নয়নের গর্ব?
-----------
ইংরেজি অনুবাদ
----------
Want Oxygen


On the he earth-
I want to breathe full chest.
Having enough oxygen in that air is my right!
Well, industrialization is your right. Okey, but -
Carbon emissions, environmental damage-
Is that also your right!
In which argument?
All industrialized countries increase research-
Oxygen is decreasing rapidly from the earth!
But, I want, want, want enough oxygen in the pollutant free air.
No compensation! No donations! Debt? - the question does not come!
Think of it.
Depriving me from my right-
How do you feel proud of your development?