মুক্ত যৌবনের আগুনের লেলিহান শিখা জ্বলুক তোমার প্রাণে
কোন যমদল. দমকল বাহিনী ভয়ের নাই আজ কোনই মানে ।
স্বাধীনতা কাকে বলে দ্রোণে মেপে ঠিকঠাক আজ বুঝে নাও
একাত্তরের বীরদের অনুজ বংশধর তুমি সে কথা জানান দাও ।


তর্জনী আঙ্গুল তুলে গর্জিয়ে ওঠো, জাগো একমাত্র দেশের পক্ষে  
লড়াকু মনে বলে দাও- তুমি আপোষহীন- স্বদেশ গড়ার লক্ষে ।
সবার নায্য অধিকারেই মুক্তি – সর্বত্র এ হুংকার ছড়িয়ে দাও
সুখী, সমৃদ্ধ দেশ গড়ার সংগ্রামে অন্তরে মশাল জ্বালো, জ্বালাও ।