আমাকে তুমিকেন্দ্রিক বৃত্তবন্দি করে-
তুমি চলে যাও বাইরে,
এ কেমন প্রেমের জ্যামিতি?


ছিলাম পরস্পর বিপরীতমুখী চলমান বিন্দু দুই!
দেবীরূপ নারী ভেবে,
তোমার দেহ-মন কবিতা পাঠে-
সমঝোতায় প্রেমের ব্যাসার্ধ নিরুপিত হয়েছিলো- সীমাবদ্ধ চলার ভুই!
তুমি খুঁজবে কেবল আমার মধ্যেই সাত সমুদ্র প্রেম,
তোমাকে কেন্দ্রে রেখে আমি খুঁজবো ভালোবেসে মনি-মুক্তা-হেম ।
কথা এতোটুকুই ছিলো- সম্পর্কে ঢুকতে দিবোনা ইবলিশ!
থাকবে- বিবেক কাজীর দরবার । ছিলো স্রষ্টার সৃষ্টিকুল হাজিরান মজলিশ!


অথচ আজ-
প্রেমে ত্রিভুজ পছন্দ তোমার, ভ্রম প্রীতি!
বিপরীতে এখনও-
তুমিকেন্দ্রিকতাই আমার প্রেমের জ্যামিতি!