কিশোরী চাঁদ দেখে বলি -
কবে তুই পূর্ণ জোছনায় ভেজাবি যৌবনা হয়ে ।
হেসে বলে - এত তাড়া কেন কবি ?
যৌবন এর মৌবন ফুরালেই;
অমাবস্যার আধারে লুকাতে হবে, সব কষ্ট সয়ে ।
তখন কিভাবে বিরহের আগুনে তুই পুড়বি ?
কবি বলে-ঐ কদিন তোরেই রাখবো মনে মনে
আধারে মুখোমুখি হবো। ছবি এঁকে গোপনে !
তবে কি তোর সাধনায়- কবি,
কেবলই মোর যৌবন ?
উচ্ছল তরঙ্গমালার উদ্দীপ্ত বাধ-ভাঙা ফেনারাশি ?
মোর সৌন্দর্যে ডুবে থাকা ? হাসিতে ভাসাভাসি ?
কবি, অন্তর চক্ষু খোল !
মোর রূপ নয়, বল- কবিতায় গুনের বোল !
এরপর থেকেই প্রেমিক কবি
কিশোরী চাঁদের গুনের পুজারী ।।