যদি না হতে পারো- এখনই কাছের প্রিয়তমা,
হও শত বছর পর- আগ্রহে দেখবার "চন্দ্রমা" !


সার্ধশত বছর, কম বা বেশি, না হয় হবে গত-
আমি তবু তোমার প্রেম সাধনায় থাকবো রত!


কখনো না কখনো, দেখা যে হবেই এক পলক, তবে অপলক!
বাকি সময় বয়ে বেড়াবো- সে মুখ দর্শনের ঝলক!


কথা দাও " সমতা চিহ্ন", তুমি প্রেমিকাই হবে-
শত, শত প্রেমিকের কষ্ট করে চিরতরে শেষ !
নাকি আপেক্ষার "চন্দ্রমা" হয়ে রবে কালের গহ্বরে -
দীর্ঘ প্রতীক্ষার বুকে - দিবে অসহনীয় পাথর চাপার রেশ!


আমার আশা, প্রেমিকা হও, "চন্দ্রমা" নয় !
অপেক্ষার প্রহর চাইনা, হোক জীবন প্রাপ্তিময় ।