পুঁজিবাদের কবিতায়-
মানুষ এবং কর্মী মৌমাছি একই সুরে গান গায়!


যতদিন জীবন, চলে নিরন্তর ছুটে চলা।
তবে মৌ-টুকু কার ভাগ্যে শেষমেশ,
জানা থাকে না সে গন্তব্য কারও!
অথচ সংগ্রহ সংগ্রামে-
জীবনবাজি রাখে কর্মীপক্ষ!


বিভ্রান্ত থাকে অগ্রজেরা-
শেষ ভোক্তার ভবিষ্যৎ ভাবনায়,
শতভাগ শুদ্ধ কোন চরিত্র নেই-
পুঁজিবাদের কবিতায়!