বাঁকা চোখে,
পুরুষও তাঁকাতে জানে-
প্রেমে কিংবা দ্রোহে!
প্রেম-নির্মল ভঙ্গিঃ জীবনানন্দ!
দ্রোহ-বীরত্বে ভঙ্গিঃ নজরুল!
দুই কবিরূপে- পরিস্থিতি বিবেচনায়,
পুরুষও তাঁকাতে জানে, তাঁকাতে হয়-
অন্যথায় হয় না কোন প্রকার ভালোবাসার জয়!