ক্ষমতার লড়াই- যুগে যুগে এমনই হয় ধরায়,
‘শাহজাদা মোস্তফা’ সিংহাসনের দখল না পায় !


ভালো মানুষেরা জড়িয়ে পড়ে ষড়যন্ত্রের জালে,
জীবন হয় না রক্ষা তাদের বিশ্বাসের ঢালে !
ক্ষমতার মোহে জালিমেরা অন্ধ, অনৈতিকতায় ভরা প্রাণ-
দিতে জানেনা তারা- কখনো সততা আর ন্যায়ের প্রতিদান ।
ক্ষমতা আঁকড়ে থাকার মোহ সব যুগেই এমন-
ভুলে যায় কোনটি অবিচার, কে সত্যিকারের আপনজন !


আত্মকেন্দ্রিক চিন্তায় সব স্বৈর শাসক সদা ব্যস্ত রয়,
তবুও বলি – মোস্তফা’দের এক সময় হয় জয় ।


শত শত বছর পরেও ন্যায়ের সৈনিকদের নিয়ে হয় শত শত শোক গাথা,
ষড়যন্ত্র, অন্যায়ের বিরুদ্ধে যোদ্ধাদের জন্য উৎসর্গ- আমার কাব্য-কথা  ।