স্বপ্নে প্রশ্ন করলেন কষ্টের ফেরিওয়ালা কবি- কষ্ট নেবে কষ্ট?
বললাম- হ্যাঁ, নেব। তবে, বিনিময়ে- স্বপ্ন দেবো স্বপ্ন!


কবি মুচকি হেসে দিলেন!


এখন থেকে আমি স্বপ্নের ফেরিওয়ালা!
চৌম্বক আবেশের মতো-
আমার অনুজ সবাইকে আমি স্বপ্ন দেবো!
বড়, বড় স্বপ্ন।
আকাশচুম্বি স্বপ্ন।
অপরাজেয় স্বপ্ন।
শত-সহস্র মনের ঘনীভুত স্বপ্ন।


আমি অগ্রজদের কষ্ট নেব।
আমি অনুজদের স্বপ্ন দেবো।


কষ্ট ফুড়ানো বাঁশি বাজিয়ে ডাকবো-
তুমি, আসবেতো! স্বপ্নের জমিনে স্বপ্নের বীজ বুনবো নিয়ত।
-------------------------------
উৎসর্গ: কবি হেলাল হাফিজকে।