মাননীয় প্রধানমন্ত্রী প্রায়ই বলেন, "শিক্ষার জন্য ব্যয় উত্তম বিনিয়োগ ।"
অথচ বাজেট হলেই 'শিক্ষা খাতে কম বরাদ্ধ' নিয়ে ওঠে অভিযোগ!
ছাত্র বলেন, শিক্ষক বলেন, বলেন শিক্ষাবিদ -
শিক্ষাই জাতির উন্নয়নের পথে গড়ে দেয় ভিত ।
সময় এখন আমাদের এগিয়ে যাবার, পিছনমূখী চিন্তা-ভাবনা আর নয়,
শিক্ষার মান উন্নয়ন, নতুন নতুন গবেষণাকর্মের হাত ধরেই আসবে বিশ্বজয় ।
'শিক্ষা খাত' বাজেট বরাদ্ধে থাকা উচিৎ সর্বদা প্রথম,
তবেই হবে বিশ্বের বুকে বাংলাদেশের স্থায়ী শ্রেষ্ঠ জনম ।