বহুদূর, দূরান্তে দুরন্ত কে যেন ডাকছে আমায়
জয়োল্লাসের অপেক্ষায়, বলছে সে-
জিরানো যাবে পরে, এসো-
সুড়ঙ্গ শেষে আশার আলোক রেখা ঐ দেখা যায়!
তাগাদা দাও,
তামাদি হয়ে যাওয়া সব আশা ফের জাগাও।
তেজস্বী কন্ঠের আহবান অবিরত-
বিশ্বজয়ে পদযাত্রা চালাও অব্যহত।
ডেকেই যাচ্ছে, বলেই যাচ্ছে, সে-
তুমিও হও স্বপ্ন পুরুষ- অগ্রণীর পথে।
আমি মর্দ- ঘুমে কাতর, জড়ীভুত!
মা, মাটি, মানুষ নিয়ে নিত্যান্ত নির্লিপ্ত!
স্বপ্ন পুরুষের আহবান পৌঁছতে চায়না কর্ণকুহরে!
ভালোবাসাও জাগেনা মনের মুকুরে!
আবার হাঁক, ডাক, শুনি শুকরিয়া ধ্বনি-
আলো দেখা যায়। আলো দেখা যায়।
এবার সঙ্গী হলাম আমি! স্বপ্ন পুরুষের অবয়বে-
দেশের প্রেমে, মানব প্রেমে- উঠলো ফুটে হাসির ঝলকানি।