বলো যদি ভাই- কি করে সুখ পাই?
‍শোন তবে- তোমারে সুখের পথ জানাই।
রাখো হৃদয় ঘৃণা মুক্ত, উৎকন্ঠা মুক্ত মন,
সাদাসিধে বেঁচে থাকো, গড় সরল জীবন।
চাও খুবই কম, দিতে যদি পার দাও তবে বেশী-
ভালোবাসায় পূর্ণ করো হৃদয়, ছড়াও সূর্যের মতো হাসি।
নিজেকে ভুলে এখন পরকে ভাব আপনজন,
এটিই সুখের পথ- বলেন গুণীজন।
--------------------------
"পাওয়ার অব পজেটিভ থিংকিং" বইয়ে,
ড. নোরমান ভিনসেন্ট পিল এর উক্তি অনুসারে-
কবিতাটি লেখা হয়েছে ।
(The way to happiness: Keep your heart free from hate,
your mind from worry. Live simply, expect little, give much.
Scatter sunshine, forget self, think of others)