বৃষ্টির মায়ায়, শাড়ি আর ঘুড়ি এক হাওয়ায় উড়ে যায়!
অথচ বেদনার বারান্দায়-
আমি এখন শূণ্যে ভাসি। কৃষ্ণবর্ণ সময়।
মনে লয়, ব্লাক হোল।
বুঝিনি, কীসের টানে-
প্রেমিক টুকরো টুকরো হতে জানে?
বুঝিনি, কী মোহ থাকে-
প্রথম প্রাক্তনে!
বয়স বাড়ে, মস্তিষ্কের এত এত সেল ড্যামেজ হয়
তবুও বৃষ্টির দৃশ্য লিখে রাখে নিউরন।
অলৌকিক ক্যানভাসে-
অক্ষত উচ্চ মাধ্যমিক বিকেল।
তখন আমি ঘুড়ি উড়াতাম, তুমি ওড়াতে শাড়ি!