বেয়াইসাব কয়, "বেয়াইন, বেরহম ভাদ্রের গরম,
তাল কি পাকছে? হইছে নরম?
তালপিঠা খামু রাইতের কালে।"
"হয়, হয়!" বলে বেয়াইন যখন লজ্জায় লাল,
বেরসিক ভাবী এসে বলে,
"দেবর, বাড়ি চল। তাল লইছি দুইটা।
তোর ভাইও খাবে আইজ রাইতে তালপিঠা।"
ভাবী আর দেবর যায় ফিরে, গাঁয়ে।
ধীরে ধীরে নাও চলে,
বেয়াইনসাব ভাসে চোখের জলে!


-------
কবিতাটি দৈনিক জনতা এর সাহিত্য সাময়িকীতে প্রকাশিত।