বন্ধু, সকাল সকাল, ঘুম থেকে উঠো কাল।
তারপর, যাবো, শাহবাগের মোড়ে!
কেন, জানো, এ জায়গাটি-
বেশ ভালো লাগে আমার?


কেন?


ওখানে গেলে, আমি হারিয়ে যাই
ইতিহাসের পাতায় পাতায়।
শুনি, নানা দ্রোহের গান
ফেলা আসা অতীতের ভেলায়!
কল্পনার চোখে দেখি-
গ্রীক সভ্যতার এথেন্স। নিজেকে ফিরে পাই-
সংগ্রামী নাগরিক রূপে! গনতন্ত্র, সুশাসন
যেখানে শাদা পায়রা হয়ে-
দলে দলে ওড়ে!


বেশ তো!
তাহলে, মাঝে মাঝে ওখানে যেতেই হয়!