জোয়ারে আসে পানি ভাটায় চলে যায় ।
"টেকসই প্রেম" এ জগতে আদৌ পাওয়া দায় !
ফুল ফুটে সুবাস বিলিয়ে অচিরেই ঝরে যায় ।
"টেকসই প্রেম" এ জগতে আদৌ পাওয়া দায় !
চাঁদ স্নিগ্ধ জোসনা ছড়িয়ে ফের ডুবে যায় ।
"টেকসই প্রেম" এ জগতে আদৌ পাওয়া দায় !
বিয়ের পূর্বে প্রেম এসবেরই মত !
কাঁচের গ্লাসকে টেকসই ভাবা যায় যত !
তবুও মনে নিয়ে আশা- মানুষ, তার হৃদয় প্রেমে ভাসায়,
ক্ষনিকের সেই সুখ-দুঃখ - এঁকে রাখে স্মৃতির পাতায়।
"টেকসই" সমীকরন উপেক্ষা করে দাম্পত্য প্রেমই বিশুদ্ধতায় ভরা,
সেই প্রেমেই - টেকসই দোলাচালহীন সফলতার স্বপ্ন যায় ধরা ।