তোমার চোখে তাঁকিয়ে আর ফিরে আসতে পারি নি বাড়ি।
কী আজব এক পথে হারিয়ে গেলাম তারপর!
পথের শেষ খোঁজবার নেশায়-
অনন্ত দিওয়ানা হয়েছি, আস্তানা মেলেনি!
অথচ, এখনও প্রজাপতিরা ওড়ে,
আমি ওড়বার সাহস পাই না।
নদীরা ছুটে চলে,
আমি চলবার সাহস পাই না।
প্রেমের ছোঁয়ায়-
ভয়ের এই ভ্রমটুকু মুছে দেবার শক্তি আছে তোমার?
তোমার চোখেই তাঁকিয়ে আছি। সিদরাতুল মুনতাহা পার করে-
আমাকে বাড়ি নিয়ে চলো তুমি, অসীম প্রশান্তির পথ ধরে।