আবার আসি ফিরে , বারবার আসি ফিরে
বাংলার রূপের মোহে, গ্রাম-গঞ্জ, নদীর তীরে ।
বাংলার পাখির গান, বাংলার নদী কলতান-
বাংলার সুনীল আকাশ, বাংলার সুমন্দ বাতাস ।


আরও , আরও কততো –
বাংলার প্রেমের রূপমা, উপমা-
দেখালে শব্দের ঝংকারে নিত্য !


তুমি চিনালে এই বাংলার রূপ সেই ছোট কৈশরে –
কবিতার খাতায় বাংলার প্রেমের বন্ধনা অন্তরে জাগালে ।
কে জানতো ? কে বুঝতো –
পৃথিবীর রূপ বৃদ্ধাগুলি দেখানোর সাহস কে করতো ?


তাই, আবার আসি ফিরে , বারবার আসি ফিরে
জীবনানন্দের কবিতার ধানসিড়ির তীরে !
এ তরুন প্রজন্মের সব বাঙালী-
আজকে জানাই প্রিয় কবি তোমায় বিনম্র শদ্ধাঞ্জলি !


----------------------------------------
উৎসর্গ : কবি জীবনানন্দ দাশ