তুমি আসবে বলে, গেয়েছিলাম-
ভালোবাসারই গান।
দিন যে গেলো, অপেক্ষাতে-
রাতও হলো অবসান।।
তবু, তুমি এলে না
তুমি এলে না!
কি ছিলো অভিমান?


তুমি আসবে বলে,
সূর্যের কাছে- চেয়েছিলাম,
মিস্টি আলো করো দান।
যদি মেঘে ঢাকো তুমি
উঠবে বিরহে তান।
হেসেছিলো সে,
তবু, তুমি এলে না
তুমি এলে না!
কি ছিলো অভিমান?


তুমি আসবে বলে
চাদের কাছে বলেছিলাম
দিও জোসনা অফুরান।
যদি আধারে লুকাও তুমি
উঠবে বিরহে তান।
হেসেছিলো সে-
তবু, তুমি এলে না
তুমি এলে না!
কি ছিলো অভিমান?