মন মন্দিরে তোমার আগমনি ঘন্টা বাজে ক্ষণেক্ষণে
অথচ সাঙ্গ হয়নি বিরহী চাহনি কবির দুই নয়নে ।
তুমি কবে আসবে ?
হৃদয় আনন্দ বন্যায় ভাসবে !
ক্লান্ত চোখ অপেক্ষায় তোমার, তর সইছে না !
কোটি জনতার সাথে ঐক্য গড়ে -
দক্ষিণে পবন সেও বইছে না !
পাখির গানে শুধু বিরহী তান- দু:খে, দু:খে গায় !
নদীর  ছলাৎ ছলাৎ যৌবনা কলতান সেও বন্ধ প্রায় !
তুমি কবে আসবে ?
লাগবে পরিবর্তনের ছোঁয়া –
জলে, স্থলে !
জনে-জনে, মনে-মনে
ভালোবাসার ঢেউ তুলে !
তুমি কবে আসবে ?
রাজনীতে এখন সাদা মনের মানুষ ভীষণ দরকার-
সময় হয়েছে প্রিয়- সকল অভিমান ভাঙবার !