কবিতার বিষয়বস্তুঃ
জঙ্গলে লাফায় তিমি!
শিশুরা পান চিবায়- বুড়োরা খায় চকলেট, মিমি!
নদীতে চলে ঝাঁকে ঝাঁকে গাড়ি-
আকাশে সাজানো সারি সারি বাড়ি!
বুঝলেন ভাইজান-
চুরুটে মহাঔষধী টান!
বুঝলেন বুবুজান-
সজারু ফুল ফোটে- বর্ষায় কদম বেমানান!
আহা কী সুখ! কার্বন-ধোয়ার সৌরভে প্রায় শহরের বাঁক-
আহা কী দারুন! পদপিষ্ঠ করে কমানোর চেষ্টা দারিদ্র্যের হাঁক!
শান্তির পায়রার পেটে বোমা ডিম- উন্নয়ন চমৎকার!
বিশ্বনেতারা ভীষণ যোগ্য! জয়তু উগ্রতা- ফক্কা মানবাধিকার!
সারা বিশ্বে- বর্তমান এখন সর্বকালের সেরা দশা!
এমন কবিতার শিরোনামঃ"যাহা বলিব সত্য বলিব", কবিঃ প্রথিতযশা!


অথচ, উচিৎ ছিলো- দশা বিপরীত ।