হঠাৎ করে-
ঐ কালবৈশাখী ঝড়ের মত
উড়িয়ে দিলে- ভালোবাসা!
ধুলির মত আছড়ে আছড়ে স্মৃতিগুলো-
তাড়িয়ে দিলে-কোন সুদূরে! হঠাৎ করে!
প্রলয়লীলায় মুছে দিলে স্বপ্ন, আশা!


আমিতো বীজ বুনে ছিলাম-
যতন করে, আপন করে,
গড়েছিলাম সবুজ করে গাছের মত বড়!
ভেঙে দিলে ডালপালা সব, ফুল-ফল সব,
কন্ঠ রোধে বন্ধ করলে মিষ্টি কলরব!
রুদ্র মুর্তি তোমার ভাঙার নেশা- স্মৃতিরা জড়সড়!


তোমার মনে প্রেম ছিলোনা-
             এইতো সেদিন!
জানতে পেরেছি-
                 আমি যেদিন-
তারপর থেকে-
চুমোয় চুমোয় সিক্ত করেছি তোমার জমিন!
চাষে হলাম মত্ত মমিন!
হাল ছাড়িনি, হার মানিনি- সবুজ আমার চাই,
সবুজ হলো, রঙিন হলো- হলো মনে ঠাঁই ।


ওটাই ছিলো আমার প্রেমের স্বর্ণযুগ ।
তোমারও কি ছিলো তাই?
শো শো শব্দে কর্কষ সুরে জবাব আসে-
মনে নাই, অত্তোসব মনে নাই!


তখনই বুঝে ফেলি-


তোমার মনের কোনে কোনে,
মেঘ করেছে কালো কালো,
"অহম আর লোভ" মিলেছে-
মধুর সব স্মৃতি খেকো- ঢেকেছে সব আলো!


তখনই বুঝে ফেলি-


এ ভাঙন ভাঙন খেলা!
       আর দেরী নেই-
            শুরু হলো-
তোমার-আমার বিদায় বেলা!!!


কালবৈশাখীর নাঁচন খেলা-
সবুজ প্রেমের বৃক্ষরাজি উপড়ে ফেলা ।