হাটছিলো পথিক,
ভাবনাভরা মাথায়, ভাবলো ধরে সময় ক্ষণিক-
নারকেল গাছ: চিকন, লম্বা অথচ কতো বড় ফল, কতো বড় বড় নারকেল, ডাব!
অসুন্দর বোধহয়! এমন গাছে- এমন ছাঁপ!
ক্লান্ত পথিক,
চোখে দেখে বটবৃক্ষ । এতক্ষণে কন্ঠ রুক্ষ, বিশ্রাম দরকার ।
বটের ছাঁয়ায় বসে মায়ায়- ভাবে, কতো বড় গাছ- অথচ কতো ছোট ফল!
অসুন্দর বোধহয়! এ কোন অমিলের ছল!
হঠাৎ বসলো পাখি ডালে কয়েকটি পর পর-
পড়লো বটের ফল পথিকের মাথার উপর।
ভাবে পথিক-
বাঁচলাম আজ । যদি বটে ধরতো ডাব- কি যে হতো হাল?
ভাবে পথিক-
যার কাছে যা আছে- তা ই সুন্দর, তা ই রূপমাময়ী, তা ই 'কামাল' ।
সুন্দর- অসুন্দর: মেলে ডানা পাখির মত পছন্দের প্রিয় এক এক ডাল!