আজ বিদায় দিবসে,
কি দিয়ে যাব তুমায়
কি বলে জানাই বিদায়,
বলিবার কোন ভাষা,
নাহি খোজে পাই।


রেখে যাই মোর স্মৃতি
বাংলার পকৃতিতে,আকাশে
রেখে যাই মোর কথা,
পাখিদের ঠোঁটেতে।


লয়ে যাই তুমার ভাষা
মোর কন্ঠতে বহে।


বেধে নিলাম তুমার মুখ
আমার হৃদয়ের গহিনে।


আবার আসিব কবে
জানা নাহি আছে
জানি অ্পেক্ষা নাহি করিবে
তবুও প্রেম গভীর হবে।


কখনও ভুলে যেও না মোরে
ধরিয়া রাখিও মোরে
তুমার চরণ তলে।