পৃথিবীর যত কবি আছে
কয়ে গেল সকলে,
পৃথিবীতে যত সৃষ্টি আছে কল্যাণকর ,
অর্ধেক তার করিয়াছে নারী,
অর্ধেক তার নর।


তবে কেহ কভু কই নাই
কইছে শুধু মনু একলাই,


এই পৃথিবীর যত কর্ম ধ্বংশাত্মক
সবই করিয়াছে নারী,
কমই করিয়াছে নর।


হে রোকেয়া, তুই মোরে বাঁচা,
তোরে দেখতে যতটা লাগে খাসা,
তোর ভিতরে নাই ততো মিঠা।


তাই তরে আর লাগে না ভালা,
তুই আমারে থুইয়া তারাতারি পালা।
                 নইলে,
দুই দিন পরে বুঝবি কেমন ঠেলা।


শাড়ি-চুড়ি পড়ি, কালো কেশি নারী,
দেখা হলেই বলি
আমি কি আসতে পারি?


পর্দা নারীর অহংকার, লজ্জা নারীর ভোষণ,
এই সবই যদি না থাকে
তারে নারী কইবো কেমন?


নারী হবে শান্ত, নম্র-ভদ্র ,
মাথা নত –মুখে হাসি,
ঠোঁট দেখে বলব আমি তোর প্রেমে পরেছি।


হায়, নারী ক্ষমতায়নের নাম
যদি হয় অশ্লীলতা,
পুরুষ ক্ষমতায়নের নাম তবে ধর্ষণ ।


লোকে কহে,
নারীর বুক ফাটে লেকেন ,মুখ ফাটে নাহ,
মাগার পুরুষের বুকও ফাটে
                       সাথে মুখও….