দূরে গেলে খুব কষ্ট হয়
কাছে এলেও লাগে ভয়

স্বপ্ন দেখি সারাক্ষণ
দুঃস্বপ্নেও কাঁদে মন

দিশেহারা যাত্রী আমি
গন্তব্য      অন্তহীন  ......