সব কিছু ধ্বংস হয়ে যাক এই মুহূর্তে ..
যেখানে বিচার হয় অন্যায়ের পক্ষে
সেখানে নিত্য ক্রন্দন করে বিচার চেয়ে
                                      কি লাভ!
শরমে মুখ লুকাবো কোথায়?
তার চেয়ে ভালো সব সমাজ ব্যবস্থায়  
                                  নিভে যাক!
কলুশিত আধাঁরের গোরে !
বিবেক চলেছে বিষধর সাপের ফনায়
নষ্ট কুলটা উচ্ছাসে হাসে সাগর ফেনায়,
যাচ্ছি কোথায় নিজের পরিচয় ছেড়ে
পাষন্ড জন্তু-জানোয়ারের দলে পাল বেধেঁ।
ধি্ক ধি্ক শত ধি্ক মুষড়ে পড়ে হৃদয়,
আর কত চলবে সমাজের অবক্ষয় !
তনুরা কি ফিরতে পারবে বিবেকের মসনদে
পালাবার রাস্তা ছেড়ে?
নাকি খাদিজার মত কাতরাবে হাসপাতালের
                                 বিছানায় শুয়ে!
হচ্ছে কি এসব কান্ড!
অবক্ষয়ের মরণ মেলায় দাঁড়িয়ে
কোন শুভ লক্ষণই তো অশুভ কে বিনাশ করতে
                                        পারছেনা !
তার চেয়ে ভালো ওরাই জিতুক ..
অকল্যানের পথ ধেয়ে চলি মানবতাহীন
ধ্বংসের চূড়ান্ত সীমায় ।