আমি তো আজ পুরাতন সেকেলে..
আমায় ভালো লাগে না তো আর,
ভাংড়ি মাল কার ই বা ভালো লাগে!
পিছে ঠেলে তাই চলছো নতুনে সংগোপনে।
আমার কি দোষ, আমি তো আগের মতই
ভালোবাসার পশরা নিয়ে শুভাস ছড়াই
তোমার কেন তা আর ভালো লাগে না?
নিত্য নতুন শখের বাসন মাজো..
এমন পরকীয়া কার ভালো লাগে বলো ?
তোমাকে ফিরাবো কোন পথে, আর যে পারি না ।
গোপনে আড়িপাতি মনের ক্লান্তি ঘুচাতে,
অবাধ্য তুমি, হাসপাস করি নির্জনে
অভিশারে উ-আ-উ-আ আর ভালো লাগে না ।


গাজীপুর, সকাল: ৭.৩০ মি.
১৮.১০.২০১৬ ইং