সবাই কে শুভেচ্ছা,আলোচনায় প্রথম আসলাম তবে এটাই শেষ নয় হয়তো....
কবিতার প্রতি অনুরাগ রবীন্দ্রনাথ-নজরুলের কবিতা থেকে... বিদ্যালয় অধ্যায়ন অবধি লিখছি কবি হব এই আশায় । নিরাশার কথা হল আমি কবিতার বই প্রকাশের আশায় অনেক ঘুরেছি, দুইটি পান্ডুলিপি হারিয়েছি সঙ্গে সামান্য অর্থ ও কিন্তু এখনও আশায় আছি ভবিষ‌্যতের মুখ চেয়ে । হয় তো আমার মত অনেকেই ভুক্তভুগী । সাবার জন্য সমতার রাস্তার পথ কি কখনও হবে? ভাললাগার বিষয়  বাংলা কবিতার ওয়েব আমাদের জন্য আশার বানী। কোন কিছু পাওয়ার জন্য নয় মনের তাগিদে লিখতে হবে, সমাজের জন্য যদি কিছু করা যায় এই আশায় । সাকির, ১৮.১০.১৬