মাঝ সমুদ্রে হাহাকারে ব্যস্ত সেই কালান্তরের ছিপনৌকো;


নিদারুণ উদ্বায়ী চিৎকারে ভেসে যায়,
মিশে যায় বিবর্ণ দিগন্তে।


তবুও চিৎকার থামেনা,
সহস্র শতাব্দীর সেই পরিচিত আর্তনাদ-
'আমি ভালো নেই।'