আজ আমি নাহয় মুখ ফিরিয়ে নিলাম;
ভুলে গেলাম স্মৃতি-বিস্মৃতির বিষন্ন আঁচল।
প্রেয়সীর চোখের পল্লবে যে অস্থিরতা-
শেষ বিকেলের অচেতন দাহে ক্ষয়ে যায় ধীরে।


আজ আমি নাহয় মরে যেতে পা বাড়ালাম;
অপার্থিব পায়ে দলে গেলাম অপরূপ নীলাভ্র মেঘ।
নামহীন ভাস্করে যে সাক্ষর রেখে যায়-
প্রশ্বাসে ঘৃণা মাখে সে ভিনদেশি নক্ষত্রের আলিঙ্গনে।


আজ আমি নাহয় আক্রোশ ফেলে গেলাম;
নিরুদ্বেগ আঘাতে হত্যা করলাম সহস্র পেলিকান পাখি।
সংলাপে যেটুকু অভিমান লেগে আছে,
দেশলাইয়ের আগুন হয়ে,
অবরুদ্ধ চুম্বনে বার্চ হিল পেরিয়ে তা অশ্রু হয়ে যায়।


আমি ঢেউ নই গো, হয়েছি নিভৃত মেরুন পাহাড়।
আমি দুপুর গলা বিরহী।
নিনাদ ঝেড়ে আজ স্পর্শ স্বীকার করে নিলাম।


পেছনে জলোচ্ছাস রেখেই-
আজ আমি নাহয় অব্যক্ত গল্প হয়ে গেলাম।