আমার এ ভালোবাসা তুমি জানো না,
এ ভালোবাসা জানে শুধু দোয়েল ও দূর্বাঘাস,
- নদীর নরম স্রোত,চরের কোমল মাটি,বকের ভেজা পা।
আর কিছু ভালোবাসা জানে জলে ডোবান পদ্ম পাতা।


রোয়াধরের বিলে,ঘোড়াউত্রার চরে দাঁড়ায় যে অশ্বত্থ,
বিরাট ঠোটের দুঃখ নিয়ে তাতে ধনেশ এসে বসে;
আমারে শুধায় তোমার কথা,এসব তুমি জানো না।
আমার এ ভালোবাসা তুমি জানো না,
আমার এ ভালোবাসা জানে ইরি ধানের সোনালী থোকা।


মাধবীলতা,ফড়িং ও জলজ পোকা,এসব মাছ-
এরা আমাকে বোঝে,
আমার এ ভালোবাসা নিয়ে গল্প করে,গান গায়।
আমার এ ভালোবাসা শুধু ওরা জানে,তুমি জানো না।।


আমার এ ভালোবাসা তুমি জানো না,
আমার এ ভালোবাসা জানে হাওরের কচুরিপানা।