।।  সন্তুষ্টি। ।।


দাঁড়িয়ে থাকা লাইনটা শেষ হলেই,
কিংবা ভীড় ঠেলে বাসে উঠতে পারলেই,
খুশিতে ভরে যায় মন।
লোকারণ্য লোকাল ট্রেন,
বসতে পেলেই আমি যেন ধন্য।
ঈশ্বর, তোমার কত করুনা আমার জন্য।


যদি কখনও দৈবাত ক্রমে
সাড়ে ছয়টায় ফিরি অফিস থেকে,
আনন্দে হই আটখানা;
উড়ে কত ইচ্ছে ডানা।
গল্পের বই না সিনেমা?


বৎসরান্তে ছোটখাটো ভ্রমণ
দিঘা, পুরী বা শান্তিনিকেতন;
ঢেলে মনের সমস্ত আবেগ উছ্বাস,
সাজ সাজ রব দ-ুএক মাস।


যদি হটাৎ একদিন, এড়িয়ে অনেক সিকিউরিটি,
সামনে পড়ে কোনও এক সিলিব্রিটি;
ক্রিকেটার, ফ্লিমস্টার বা গায়াক-গায়িকা,
কিংবা অন্তহীন সিরিয়ালের ন্যাকামো নায়িকা;
নিমিষেই সেলফি, অনলাইনে স্ট্যাটাস।
Like এর বন্যা, বাহবা আর সাব্বাস।


নিয়ম মাফিক ওষুধ আর ডাল-ভাত,
পরিশ্রান্ত বাবা-মা যেন আজ ক্ষান্ত।
বলে না আর কোনও মহাপুরুষের গল্প।


'কি হলে কি হত' সে হিসেবে আজ থাক।
জীবনের অসময় বইছে তো বয়ে যাক।
কিছটাু টানাপোড়েন, কিছুটা দ্বিধা-দ্বন্দে;
বেঁচে আছি আমি সানন্দে।