ওগো বিপ্লবী তুমি জাগাও তোমার রক্ত হতে দিওনা, এই ভারতবর্ষকে খণ্ড । ওগো কবি তুমি লিখে যাও তোমার কবিতা মূক ও বধির যেন বোঝে তার ভাষা ওগো শিল্পী তোমার মর্ম্ম  স্মৃতি তুমি এঁকে যাও অচেতন পাথরকেও তুমি কাঁদাও ।  ওগো মাঝি তুমি চালাও তোমার তরি জাতি ধর্ম নির্বিশেষে সকলেই যেন দিতে পারে পাড়ি । ওগো গায়ক তুমি গেয়ে যাও সেই গান  যে গানে তরুণ তারুণ্যের জাগে মাতৃভূমির প্রতি টান ।