সমস্যা নয় রসগোল্লা
নয়কো নতুন শাড়ি।
জটিলতা আর ক্ষোভ নিয়ে যত বাড়াবাড়ি ।
সমস্যা কি শুধু একার
এই পৃথিবীতে।।
জীবনে চলার পথে আছে সমস্যা সবটাতে ।
খাওয়া বলো পড়া বলো হোক না কোন রাজনীতি সব কিছুতেই আছে সমস্যার ভীতি ।
মিষ্টি কথা চোরের কথা নতুবা কোনো প্রেমের ব্যথা ।
সব কিছুতেই টান মারছে কিছু না কিছু সমস্যার কথা ।।
তাই বলে কি সমস্যা নেই ধনী অথবা বিদ্বানের, সমস্যাটা কী ভেবেছে কী ছাড়বে না সে কোনো জনের ।।
শিশু থেকে বৃদ্ধজনের সমস্যা আছে সর্বজনের।
ছেড়ে না হয় দিলাম আমি সংসারের সমস্যা, ভাবতে গেলে সকল প্রাণীর বেঁচে থাকাটাই সমস্যা।।