দিবসের ভানু চলে পাটে ।
সন্ধ্যা আসিল নেমে ।।
সারাটা দিনের কোলাহল এবার আসিল থেমে । গ্রামের পড়ুয়া ছেলে মেয়ে যত বসিল আপন পাঠে ।।
গ্যাং গ্যাং সুরে ব্যাঙের দল ডাকছিল মাঠে-ঘাটে ।
গান বাজনার বসিল আসর কেউ খেলে দাবা-পাশা ।
দাদুকে নিয়ে নাতি-নাতনীরা করে রং-তামাশা ।
খাল বিল থেকে উঠে এল যত শুভ্র বকের দল ।
মনে হল যেন নীল আকাশের নীচে ভাসিতেছে শতদল । ক্রমে রাত্রি আসিল বাড়িয়া থেমে গেল সব ধুম ।
চোখের পলক নাহি পরে আর অলসে আসিল ঘুম ।।