কূল মাখলুকাতে জাহেলিয়ার যজ্ঞ,
তামাম মানব সভ্যতা সেথায় ছিল অজ্ঞ।
ফুটিলে কোথাও একবিন্দু জ্ঞানের ফুল,
জাহেলিয়ার যজ্ঞ লীলায় সবই নির্মূল।


পাপে পাপে ভরেছিল পুরো দুজাহান,
ক্ষীণ প্রদীপ জ্বালাতো সেথায় কদাচিৎ জ্ঞানবান।
আরবের ধূ-ধূ মরু প্রান্তরে ইহুদী বেদুঈন বাস,
তিলে তিলে গড়েছিল তারা পৌত্তলিকতার ত্রাস।


সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল কূল মত্ত ছিল পাপে,
নর নারীর সম্মান ছিল না সেই পাপের তাপে।
আব্দুল্লাহের পেশানিতে ফুটেছিল সত্যের ফুল,
মা আমিনা পরিমলে হইল ব্যকুল।


সেথা হতে জনম নিল আল-আমীন নাম নিয়ে,
সারাজাহান মশগুল হল তারে কাছে পেয়ে।
সে যে সারা জাহান সর্দার ওলীকূল শিরোমণি,
সত্য ন্যায় পরিমলে শুধিল ধরণী।


চল্লিশ বছর বয়সে পেলেন নবুওয়্যাতে তরী,
সে যে পরম দয়ার সিন্ধু দুকূলের কান্ডারী।
হেরা নূরের পর্বত হতে পেলেন স্রষ্টার দীক্ষা,
মানবের মাঝে ছড়িয়ে দিতে সত্য ন্যায়ের শিক্ষা।


করলেন প্রচার শ্রেষ্ঠ কিতাব আল কোরআনের বাণী,
শান্তির ধর্ম ইসলাম এল পেলাম মুসলমানি।
জাহেলিয়ার তিমির মাঝে ফুটল সত্যের ফুল,
কূল মাখলুকাত পবিত্র হল পেয়ে শ্রেষ্ঠ রাসূল।


--
সংশোধিত