এ জীবন কেন এত রঙ বদলায়
           এম, এ, সালাম
              ১৭.০৫.১৮


রক্তে মাংসের মানুষ হয়ে-
                       জীবানাতিপাত কর,  
কেহ ফর্সা  কেহ কুৎসিত
                        অহংকর কেন কর।


জীবনকে খাপ খাওয়াইছো-
                আবহাওয়ার সাথে সবে,
নিত্য নুতন মানুষ দেখে,
                  কেন চমকে উঠে সবে?


একই কারিকরের সৃষ্টি মানুষ-
               মনের অমিল দেখা যায়,
এই মন কেন জগৎ দেখিয়া,
               বারে বারে রঙ বদলায়।


ওপারের সুখ দেখিয়া যদি-
              সতত  তুমি ক্ষোভে কাঁদ,
তবে তুমি সুখ পাবে না
              কথাটি মনে মাঝে বাঁধ।


প্রেমের রঙ না দেখিয়া তবে-
                   কেন যে রঙ বদলাও,
এই ভালবাসা না করাই শ্রেয়
         যেখানে প্রেমেরই হবে ক্ষয়।


যেমন আছ ভাল আছ-
                              আছ মহা সুখে,
অন্যের সুখ দেখে কেন?
                        কাঁদ মনের দুঃখে।


জীবন কে তুমি বদলাতে চাও-
          অন্যের জীবনের সুখ দেখে,
সকাল বেলার ফুটান্ত ফুল,
                   অপরাহ্নে পড়ে ডলে।


এই মন চায় আকাশে উড়তে-
                         ডানা নেই যে তার,
যতই কর চেষ্টা তদবির,
                 সবই যে ভুতের ব্যাগার।