আকাশের অভিমান
             এম,এ,সালাম
মেঘলাকাশে চাঁদ মামারে-
     দেখাই যায় না,
এই সুযোগে মোর প্রিয়তমা
     করল যে বাহানা।


অন্ধকারে ছেয়ে গেছে সারা
      আলোর পৃথিবিটা,
একে অপরেরে বদন টা যে
     যায় না এখন দেখা।


অম্বর তুমি অভিমান করেছো-
    তোমার আপনের সাথে,
যার যার মত করে চলছো
   আমরাও বাধ সেধেছি তাতে।


খগোল বলে ওই মৃত্তিকাকে-
    তোমার জীবন বৃথা,
আমার জমিনে তারকারাজি
     দেয় না তোমায় দেখা।


অচলা এখন নিরাবতায়-
     কত আহাজারি করে,
ছুঁইয়ো নারে অঁজিষ্ণু তুমি
     পারলে দেখা দিও মোরে।


অর্কপুঁজা করব না কখনো-
     যতই করুক বাহানা,
ঋক্ষের আলো কোন ভাবেই
      আসল জায়গায় যাইবে না।